মোঃ সুমন হোসেন-ক্রাইম রিপোর্টার :
"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ১০ মে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আম্বিয়া খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম,মো:নাসির উদ্দিন, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাহবুবুর রহমান, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া, রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম,মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.মান্নান শেখ, সিরাজদিখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার বণিক, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান,সহকারী শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে সকলের সম্মিলিত প্রয়াস কামনা করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page