জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ১ হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার ১০ মে ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫ টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১ হাজার ৩ শত ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page