মোঃ আমির হোসেন-সোনারগাঁ :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শম্ভু পুরা ইউনিয়নের চর কিশোর গঞ্জ, চর হোগলা গ্রামের মৃত নাছির উদ্দীনের বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং জানা যায় গত বুধবার (৭ মে /২৫) রাতে পূর্ব শত্রু তার সূত্রে আওয়ামীলীগের সাবেক ইউপি সদস্য মৃত মোঃ নাছির উদ্দীনের বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট করে নগদ অর্থ এবং স্বর্ণ অলংকার ফ্রিজ এসি সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় বলে জানিয়েছেন মৃত নাছির উদ্দীন মেম্বারের স্ত্রী রেশমা বেগম। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। তিনি আরও জানান সন্ত্রাসীরা বেশ কিছু দিন যাবত চাঁদা দাবি করে আসছিলো চাঁদার টাকা না পেয়ে উদ্দেশ্য প্রণীতভাবে লুটপাট করে এবং রেশমা বেগমের ছেলেকে প্রাণ নাশের হুমকি বার্তা দেয়। অভিযোগ পত্র থেকে জানা যায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। সোনারগাঁ থানার কর্মরত তদন্ত অফিসার রাশেদুল ইসলাম খান বলেন বাদীর অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চর কিশোর গঞ্জ এলাকাটি চরাঞ্চল হওয়ায় পুলিশ আসা যাওয়া দুষ্কর মেঃনা নদী পাড় হয়ে যেতে হয় বলে জান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page