ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটারে যানজট
মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ
গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করায় ২০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
৫ মে সোমবার সকাল দশটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ল্যান এবং চট্টগ্রাম ল্যানের উভয় পাশে ২০ কিলোমিটারে যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী জানান ,আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ডাকে আজ আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। মাওঃ রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। আমাদের সমাবেশ দুপুর ১২ পর্যন্ত চলে। তিনি জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সামনে হরতাল সহ আরো কঠোর কর্মসূচি আসছে।
ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন ট্রাক চালক রাকিব বলেন, এক ঘন্টা ধরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বসে আছি। সময়মতো না মালামাল ডেলিভারি দিতে না পারলে মালামাল ফেরত দিয়ে দিবে। মালিকের কোটি টাকার লোকসান হবে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রী আসমা আক্তার (৫২) বলেন, যানজটে বসে আছি ঘন্টা খানেক। অনেক তাপমাত্রা খারাপ লাগছে।সে জানান, একজন আলেম কে পিটিয়ে হত্যা করা হয়েছে শুনেছি এর জন্য কি সড়কে অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়া ঠিক? তিনি এও বলেন, মাওলানার হত্যাকারীদের গ্রেফতার করে কেন সরকার?
স্থানীয় হোটেল কর্মচারী শাহজালাল জানান,মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় নুরজাহান হোটেলের সামনে সোমবার সকাল থেকে জড়ো হতে থাকেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। প্রথমে উপস্থিতি কিছুটা কম হলেও সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধকারীদের সংখ্যা বাড়তে থাকে। তাঁরা মহাসড়কে নেমে পড়লে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আন্দোলনকারীদের অনেকে মহাসড়কে বসে পড়েন। এতে ঢাকাু-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি কুমিল্লাু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা রইস হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসন ও পুলিশের অনুরোধে বেলা ১১টা ৩০ মিনিটে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।
এক সপ্তাহের বেশি সময় চলে গেল এখনো হত্যার আসামিরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশ আসামিদের ধরছে না। তাই আজ শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্র সোনার কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, জেলার শীর্ষ আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে মব সৃষ্টি করে গাছে বেঁধে মারধর করেন একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে নানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এই সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে শান্তিপূর্ণ ভাবে তাদের অবরোধ কর্মসূচি শেষ করেন এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page