ক্রাইম রিপোর্টার :
মুন্সীগঞ্জে পদ্মা-মেঘনা ও গোমতী নদীর শীর্ষ নৌডাকাতকে রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টীমের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া,চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হত্যা, ডাকাতি,অস্ত্রসহ ২৫ টি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের ছেলে ডাকাত রিপন।তার অপর ভাই নয়নও মেঘনার শীর্ষ নৌ-ডাকাত।গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেঘনার অন্যতম শীর্ষ নৌ-ডাকাত রিপনকে মুন্সীগঞ্জ পুলিশ বিভাগের চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন।
তার সহোদর নয়নসহ একাধিক ভাইসহ সহযোগী নৌ ডাকাতদের সহযোগিতায় মুন্সীগঞ্জ,চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি,চাঁদাবাজি,অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী মুন্সীগঞ্জে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page