চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামীকাল ৫ মে লন্ডন থেকে রওনা হয়ে পরদিন ৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া আগামী ৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিমান বন্দরে পৌঁছাবেন।
তিনি আরও জানান, লন্ডন থেকে খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর সোমবার হিথরো বিমান বন্দর ছাড়ছেন খালেদা জিয়া। বিমান বন্দরে তাকে বিদায় জানাবেন তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page