রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের জন্য নতুন করে এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি ৮ মে সকালে শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত।
সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে’ এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের সময় বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যুদ্ধরত দেশ ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া আশা করছে ইউক্রেনও এই উদ্যোগ অনুসরণ করবে এবং যুদ্ধবিরতি মেনে চলবে। তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী ‘যথাযথ এবং কার্যকর’ প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করে দিয়েছে মস্কো।
এদিকে রাশিয়া আবারও শান্তি আলোচনা পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে। মস্কো জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হবে ইউক্রেন সংকটের মূল কারণ দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা।
এর আগে গত মাসে ইস্টার উপলক্ষে রাশিয়া ৩০ ঘণ্টার জন্য এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। যদিও সে সময় সংঘর্ষের মাত্রা কিছুটা কমলেও উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপও অন্তর্ভুক্ত। এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, যার একটি বড় অংশই সামরিক বাহিনীর সদস্য।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page