ঠাকুরগাঁও-৩ এর আস্থার প্রতীক – কামাল আনোয়ার আহমেদ
ঠাকুরগাঁও-৩ এর পীরগঞ্জ ও রানীশংকৈলের প্রতিটি মানুষের মুখে আজ উচ্চারিত একটাই নাম —কামাল আনোয়ার আহমেদ।
যিনি তরুণ, সৎ, সাহসী এবং কর্মনিষ্ঠ নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত।
ছাত্রদল থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বারবার প্রমাণ করেছেন,
আদর্শের প্রশ্নে আপসহীন এবং জনতার অধিকার আদায়ের অকুতোভয় সৈনিক তিনি।
কামাল ভাইয়ের পরিচয় সংক্ষেপে:
ঢাকা কলেজ ছাত্রদল থেকে রাজনীতির শুরু।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সদস্য।
ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিটি মফস্বল, প্রতিটি পরিবার চাই নির্ভরযোগ্য প্রতিনিধি কামাল আনোয়ার আহমেদ।
ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রায় তিনশর বেশি মামলার আসামি ছিলেন, জেল জুলুম রিমান্ড এমনকি গুমের স্বীকারও হয়েছেন। কিন্তু কামাল আনোয়ার আহমেদ কখনো আপস করেন নাই অন্যায়ের সাথে।
তিনি একজন কর্মী বান্ধব নেতা, তারেক জিয়ার বিশ্বস্ত সিপাহসালার।
এলাকাবাসীর প্রত্যাশা আগামী দিনে সংসদ সদস্য হয়ে -
▶️ গরিব-দুঃখীর কণ্ঠস্বর সমর্থন করবে সংসদে।
▶️ শিক্ষা, স্বাস্থ্যের সুযোগ বাড়াবে।
▶️ যুবসমাজকে কর্মসংস্থান নিশ্চিত করবে।
আপনি যদি চান পরিবর্তন, তবে এখনই সময়
আসুন, ঠাকুরগাঁও-৩–কে গড়ি উন্নয়নের মতো দলিল, গড়ি জনগনের মতো শক্তিশালী আধার।
রাজনীতি শুধু ক্ষমতার হাতিয়ার নয় – এটি সমাজ পরিবর্তনের মাধ্যম। নেতৃত্বে চাই সততা, দক্ষতা ও জনসেবার নৈতিকতা।" — কামাল আনোয়ার আহমেদ। আমাদের প্রত্যাশা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষের কান্ডারী হয়ে কামাল নেতৃত্ব দিন,একজন ক্লিন ইমেজের ব্যক্তিত্বসম্পন্ন, নীতিবান, কর্মীবান্ধব। পীরগঞ্জ-রানীশংকৈলের উন্নয়নের সেতুবন্ধন গড়ে তুলুন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page