মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠান কে জরিমানা
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিরাজদিখান বাজার ও চৌধুরী রোড শুলপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং আইন,২০১৮ এর ১৫(১) ও ২৭ ধারায় দুই প্রতিষ্ঠান কে পচাত্তর হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী।
মঙ্গলবার ২২ এপ্রিল বেলা ১২ টার দিকে উপজেলার সিরাজদিখান দানিয়াপাড়া আবির কনজ্যুমার প্রোডাক্ট
বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য (সিনথেটিক ডিটারজেন্ট পাউডার,সরিষার তেল,চানাচুর, সেমাই,ধনিয়ার গুড়া,হলুদের গুড়া) মানচিহ্ন ব্যবহারের জন্য লাইসেন্স/অনুমোদন গ্রহণ না করে বিক্রয়,বিতরণ ও বাজারজাতকরণ করায় কে ২৫ টাকা ও শুলপুর চৌধুরী রোডে এল.এন মিলস(আর কে) লিমিটেড কে ৫০ টাকা জরিমানা করেন।
এ-সময় উপস্থিত ছিলেন বিএসটিআই,ঢাকা প্রসিকিউটর ফিল্ড অফিসার মো:শহীদুল আলম,সিরাজদিখান থানার এসআই আল-আমীন এর নেতৃত্বে একটি টিম।
এছাড়াও প্রতিষ্ঠান ২ টি কে বিএসটিআই কর্তৃক নির্ধারিত লাইসেন্স ও মানচিহ্ন ব্যবহারের অনুমোদন ব্যতীত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও প্যাকেজিং বন্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয়।পাশাপাশি কারখানায় খাদ্যপণ্য উৎপাদন এর ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ পরিষ্কার- পরিচ্ছন্নতা নিশ্চিতের বিষয়ে নির্দেশনা দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page