মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ঈদ পুর্ণমিলনী
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২২ এপ্রিল বেলা ১১ টার দিকে উপজেলার রশুনিয়া সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রাঙ্গনে সহসভাপতি হাজী আলাউদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এস এম ইজু রহমান এর সঞ্চালনায় এ ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভাপতির স্বগত বক্তব্যে তিনি বলেন, অনেক কষ্টে এ সমিতি প্রতিষ্ঠিত করেছি কিন্তু কিছু লোক সুযোগ পেয়ে ১৫ বছর লুটপাট করে খেয়েছে।আমরা এসেছি এ সমিতিটিকে বাচাতে এখানে বহুতল ভবন নির্মাণ করা হবে অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উল্লেখ্য ১০ টি সমিতির সমন্বয়ে সন্তোষপারা মৌজার ৭৫ শতাংশ জমির উপর ২৬ অক্টোবর ১৯২৭ সালে এ সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ স্থাপিত হয়।এ-সময় উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন সমিতির মজিবুর রহমান জিন্নত আলী,মিলন মিয়া,পিয়ার মোল্লা, আসারাফ হোসেন জন্টু,লেহাজ উদ্দিন,আক্তার হোসেন,সেলিম মুন্সী,খবির হোসেন মাহমুদ, মিয়ার হোসেম,বালুচর ইউনিয়ন মোক্রার হোসেন,আলীনুর, কাদির মোল্লা,সৈয়দ হোসেন,
ইছাপুরা ইউনিয়ন হাবু মোল্লা, হাজী মোহাম্মদ মুসা,রশুনিয়া ইউনিয়ন মোতাহার সাহাদাত সিকদার,আজমির সিকদার,এ আর মানিক,সহিদ খান,এস এম ইজু রহমান,মো:শেখ সিফাত ইসলাম জনি,সৈয়দ আতাহার পারভেজ সহ সিরাজদিখান কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিঃ মার্কেটের ব্যবসায়ীগন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page