সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি, লন্ডন, যুক্তরাজ্য।
গত ১৮/০৪/২০২৫ ইং তারিখে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫, আসনের সাবেক সংসদ সদস্য হাসনা মওদুদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লিংকন আনোয়ার, প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সংগ্রামের মধ্যে আছে একটি গণতান্ত্রিক সরকারের জন্য, তাই অতি দ্রুত দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। হাসনা মওদুদ বলেন, নোয়াখালীবাসী ঐক্যবদ্ধ আছে, শীঘ্রই একটি গণতান্ত্রিক সরকার দেখার জন্য দেশবাসী অধীর অপেক্ষা করছে।
দেশনেত্রী খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়,আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ করে আবার দেশের নেতৃত্ব দিতে পারে সেই কামনা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page