ঈশ্বরগঞ্জে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপির বর্ধিত সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে ঈশ্বরগঞ্জ পৌর বাজার ছাগল মহল বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো.আমিরুল ইসলাম ভূইয়া মনি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো.কামরুজ্জামান লিটন,মো.আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, এ.কে.এম হারুন অর-রশীদ,মো.রুহুল আমিন মাস্টার,মো.শাহজাহান জয়পুরী,অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল।
বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন,বর্ধিত সভায় উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে আগামী দিন গুলোতে ঐক্যবদ্ধভাবে সকল নেতা-কর্মীকে ধৈর্যের সাথে সকল প্রতিকুলতা মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন আমরা সকলে মিলে কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে । ঈশ্বরগঞ্জ উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.রুহুল আমিন মাস্টার বলেন, বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন, তাদের মূল্যায়ন করা হবে। আর দলের যেসব নেতা সালিশীর টাকা আত্মসাৎ করেছেন এবং এর নেপথ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তরুণ সমাজ কে রাজনীতি এগিয়ে আসার আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page