বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তিউনিসিয়া থেকে ১৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
বুধবার ২৬ মার্চ এসব বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়।
ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, প্রত্যাবাসন হওয়া এসব বাংলাদেশি বিভিন্ন কারণে তিউনিসিয়ায় আটকে পড়েছিলেন। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর তাদের জন্য ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয় এবং আইওএমের সহায়তায় দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হয়।
প্রত্যাবাসন হওয়া অভিবাসীদের মধ্যে চারজন তিউনিসিয়ার জানদুবা জেলে আটক ছিলেন। দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও আইনি সহায়তার ফলে তারা দেশটির আপিল বিভাগের রায়ে মুক্তি পান এবং নিরাপদে দেশে ফেরার সুযোগ লাভ করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page