লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ২৫ মার্চ রাতে রায়পুর উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
তিনি বলেন, যৌথ অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ মণ জাটকা ইলিশ, প্রায় ৮০ হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জন জেলেকে ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page