ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে বুধবার ২৬ মার্চ ।
গত দুই দিনের তুলনায় ট্রেনে আজ যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে যাত্রী চাপ বেশি হলেও কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না স্টেশনে। এছাড়া ঢাকা থেকে ট্রেন যাত্রার বহরে আজ যুক্ত হয়েছে নতুন একটি কমিউটার ট্রেন। সবমিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ছাড়বে মোট ৬৯টি ট্রেন।
সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ছেড়ে যাবে।
শাহাদাত হোসেন বলেন, আজ শুধুমাত্র তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিলো, এজন্য ছাড়তে দেরি হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page