সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে ৯ বছর বয়সী মাদরাসাপড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।
অভিযোগ উঠেছে, জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদরাসার ওই শিক্ষার্থীকে সাবুল মিয়া (৩৫) নামের এক যুবক ধর্ষণ করেছেন। সাবুল মিয়া একই গ্রামের ছমরু মিয়ার ছেলে। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে শুক্রবার ১৪ মার্চ রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাবুল মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জান যায়, গতকাল শুক্রবার ঘটনা জানার পর স্থানীয় যুবসমাজ ক্ষোভে ফেটে পড়ে। অভিযুক্ত সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়।
ছাতক থানা পুলিশের এসআই কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রসমাজ ও সচেতন যুবসমাজ একত্রিত হয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page