বুড়িচংয়ে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন এবং পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবং উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মালেকুল আফতাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।
ভিটামিন এ প্লাসের নিয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, ডাঃ নাসিহা তাবাসসুম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান খান, ইমাম সমিতির প্রতিনিধি মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনে আগামী ১৫ মার্চ বুড়িচং উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলে সর্ব মোট ২১০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাসের ৭ হাজার ও ১২ থেকে ৫৯ মাস ৪৭ হাজার ৫০০শিশুকে ভিটামিন এপ্লাস এর আওতায় আনা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page