ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।
শনিবার ৮ মার্চ বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এক শ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করছে। এরা হয়ত জানে না পবিত্র কোরআন নাজিল হয়েছে একজন নারীর আর্তনাদের কারণেই। তিনি নারীর প্রতি সব ধরনের সহিংস আচরণ পরিহার করার অনুরোধ জানান।
কোরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে খালিদ হোসেন বলেন, পুরুষ ও নারী একই স্থান হতে উৎসারিত। পবিত্র কোরআনে নারীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। হাদিস শরিফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বর্ণিত হয়েছে।
তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কোরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি বৈষম্যহীন রাষ্ট্রে আগামীর দিনগুলো সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জামালপুর জেলা সমিতি ঢাকার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page