ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়েছেন ভিয়েনায় জাতিসংঘ অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তৌফিক হাসান।
স্থানীয় সময় বুধবার অস্ট্রিয়ায় বাংলাদেশ মিশন এই তথ্য জানায়।
মিশন জানায়, স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান ৩-৭ মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়েছেন।
সভায় স্থায়ী প্রতিনিধি পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তি পর্যালোচনা নিয়ে বাংলাদেশের বিবৃতি তুলে ধরেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page