রাজধানীর আলোচিত কিশোর গ্যাংয়ের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
মঙ্গলবার ৪ মার্চ রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে কানা রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) উইং কমান্ডার মো. রোকনুজ্জামান বলেন, গ্রেপ্তার রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’ এর ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page