রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় মারধরের শিকার হয়েছেন বিদেশি দুই নাগরিকসহ তিনজন।
মঙ্গলবার ৪ মার্চ দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নেওয়া হয়।
মঙ্গলবার রাতে ভাটারা থানার পরিদর্শক মো. সুজন হক জানান, রাজধানীর ভাটারায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। এসময় তাদের সঙ্গে থাকা এক বাংলাদেশিকেও মারধর করা হয়েছে।
তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন।
স্থানীয়দের সন্দেহ হয়, কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না। এসময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহ করে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে মারধর করেন।
আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হলো তা এখনো স্পষ্ট নয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page