দাঁতের চিকিৎসা নেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক সম্পাদক -
০৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার।
দুবায় ডেন্টাল ক্লিনিক এর চিকিৎসা নিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। দাঁতে প্রচন্ড ব্যথা অনুভব করলে তিনি দুবাই ডেন্টাল ক্লিনিকের শরণাপন্ন হন, অভিজ্ঞ ডাক্তার শাহজালাল বাদশা সোহাগ অত্যন্ত যত্ন সহকারে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চিকিৎসা করেন। আন্তরিকতার সাথে মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের চিকিৎসা করান। কারো দাঁতের সমস্যা থাকলে এই তরুণ অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। অত্যন্ত যত্ন সহকারে বন্ধুত্বপূর্ণ হিসাবে তিনি চিকিৎসা সেবা প্রদান করেন। বিস্তারিত চিকিৎসকের সম্পর্কে অন্য একদিন লেখা হবে। আজকের ধন্যবাদ জ্ঞাপন করলাম মিরপুর প্রেসক্লাব ঢাকার পক্ষ থেকে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page