পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আবু সুফিয়ান ।
শনিবার ১ মার্চ দুপুরে নগরীর ভাটিখানা পান্থ সড়কের নিজ বাসায় বিষপান করেছেন বলে জানা গেছে। পরিবারের লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু সুফিয়ান ভাটিখানার বাসিন্দা জলিল হোসেনের ছেলে। রোববার (২ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করে মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন এলে প্রকৃত কারণ জানা যাবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page