ইতালির রোমের প্রিফেক্ট (কর্তা) ড. ল্যাম্বার্টও জিয়ান্নিনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।
স্থানীয় সময় শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রোমের প্রিফেক্টের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, রোমে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর জন্য প্রিফেক্ট ড. ল্যাম্বার্টও জিয়ান্নিনির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত রকিবুল হক।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশি দোকানিদের নিরাপত্তা, রোমে বাংলাদেশিদের আবাসিক সংকট ও পারিবারিক ভিসায় আসা পরিবারের সদস্যদের, বিশেষ করে নারীদের ভাষা শিক্ষাসহ সামাজিক একীভূতকরণ প্রক্রিয়ায়র অধিকতর সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত মুসলিম সম্প্রদয়ের, বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটা আলাদা কবরস্থান নির্মাণ করতে মেয়রের অফিসের আশ্বাসের কথা প্রিফেক্টকে অবহিত করেন এবং এই ব্যাপারে তারসহযোগিতা কামনা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page