কুমিল্লায় বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্টের পারিবারিক মিলনমেলা ও কমিটি গঠন
কুমিল্লা প্রতিনিধি।।
সূফী ও সুন্নীধারার শান্তিপ্রিয় একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহযোগী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বাস্তবায়নে নিবেদিত বাংলাদেশ ইসলামী ছাত্রী কাফেলার মুরুব্বি সংগঠন বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা এবং সাংগঠনিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে কুমিল্লার কোটবাড়িস্থ গ্ৰীনভিউ পিকনিক রিসোর্টে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক বিলকিস আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক, হাজ্জা কুসুম আকতার মাইজভান্ডারী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে, বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দা শাহনাজ আকতার ফেরদৌসী , প্রকাশনা সম্পাদক রেহেনা আকতার বেবী ও দপ্তর সম্পাদক ইয়াসমিন আকতার ।
এসময় ঈমান আকিদা ও সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মাওঃ গোলাম মোস্তফা এবং বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক হাজ্জা কুসুম আকতার মাইজভান্ডারী।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, মহানগর সভাপতি মাওলানা কাজী মোঃ ছালেহ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ মোঃ আমিনুল ইসলাম আকবরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোসাইন, মাজহারুল আনোয়ার, মাওঃ মোঃ নুরুল ইসলাম সুমন সহ বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে বিলকিস আক্তারকে সভাপতি,হামিদা আক্তারকে সাধারণ সম্পাদক ও আয়েশা আক্তারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান মেহমান হাজ্জা কুসুম আকতার মাইজভান্ডারী।
কমিটির অন্যান্য সম্পাদক মন্ডলীরা হলেন,মোসাঃ সেলিনা আক্তার(জাবির), বুড়িচং,ফেরদৌসি আক্তার, সুমা খাতুন,আঁখি আক্তার, নাছিমা বেগম,মোসাঃ ফারজানা আক্তার,নাছিম আক্তার, তানজিনা আক্তার,আয়েশা আক্তার , বিলকিস আক্তার,মোসাঃ জান্নাতুল ফেরদৌস ,মোসাঃ সিদরাতুল মুনতাহা,মোসাঃ তানজিনা আক্তার,
আয়েশা আক্তার খাদিজা আক্তার ,বিলকিস আক্তার ,মাকসুদা আক্তার, মেহেরুন নেছা ছখিনা বেগম, খোদেজা বেগম,
নূর-ই রাইহান ,মোসা:মাহমুদা বেগম,খাদিজা আক্তার,মরিয়ম বেগম,জোসনা আক্তার,শিউলি আক্তার।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page