মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড
ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক বাতি বিস্ফোরিত হয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে এঘটনায় কোন হতাহত হয়নি,তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হওয়া এড়ানো গেছে ক্ষয়ক্ষতি।রবিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় এঘটনা ঘটে। এসময় আতংকে ছোটাছুটি করে রোগীদের হসপিটাল ত্যাগ করতে দেখাযায়।এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌছে আগুনলাগা কক্ষ থেকে সড়িয়ে নিয়ে বাকিদের।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নতুন ভবনের ৫ম তলায় রোগীরা চিকিৎসাধীন ছিলো। ৯টার পর হঠাৎ একটি বাদি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক যে যেভাবে পারে বেরিয়ে যায়।এতে কোন হতাহত হয়নি।এবিষয়ে মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন,রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম হাসপাতালে উপস্থিত হই।তবে এরমধ্যেই হাসপাতালে থাকা নির্বাপনের সরঞ্জাম দিয়ে আগুন নিভায় উপস্থিতিরা। কক্ষটিতে ৭জন রোগী ছিলো। সেখানে পরিদর্শন করে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page