চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে কলি নামে এক নারী বিষপান করেছেন।
অভিযোগ উঠেছে, ওই নারীর সঙ্গে আদালতে কর্মরত হেফাজত নামে একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে না করায় আদালত এলাকায় বিষপান করেন ওই নারী।
বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিষপান করা ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই নারী চট্টগ্রামের আলকরণ এক নম্বর গলি এলাকার বাসিন্দা। আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত হেফাজতের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা ঢাকা পোস্টকে বলেন, শুনেছি ওই নারীর (কলি) সঙ্গে আদালতে কর্মরত একজনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ে করা না করা নিয়ে ওই নারী সিএমএম কোর্টের এজলাসের সামনে বিষপান করেছেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসেছি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page