মুন্সীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার নারীসহ গ্রেপ্তার- ২
ক্রাইম রিপোর্টারঃ
নিখোঁজের ১০ দিন পর মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় শামসুল হাওলাদার নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ( ১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে এই দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।নিহত শামসুল হাওলাদার জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে।এর আগে গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই দিনমজুর।মুন্সীগঞ্জ সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান জানান,দিনমজুর নিখোঁজের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছিলো তার পরিবার।তিনি আরো জানান, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রহিমা আক্তার নামে এক নারীসহ ২ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেছে।
আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীনগর ও সিরাজদিখান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page