কঙ্গোতে বাংলাদেশ পুলিশসহ ১ হাজার ৭৫৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।
তারা সবাই নিরাপদে আছেন। তবে বোমাবর্ষণে শান্তিরক্ষী নিয়োজিত বাংলাদেশি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার ৯ ফ্রেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
রফিকুল আলম জানান, কঙ্গোতে বাংলাদেশ পুলিশসহ মোট ১ হাজার ৭৫৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। তারা সবাই নিরাপদে আছেন। তবে বোমাবর্ষণে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। এছাড়া, বাংলাদেশের বিমান বাহিনীর পরিবহন বিমানকে উগান্ডা স্থানান্তর করা হয়েছে এবং তিনটি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়াতে স্থানান্তর করা হয়েছে।
মুখপাত্র বলেন, ডিআরসিতে জাতিসংঘের কঙ্গো মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। উক্ত শান্তিরক্ষীদের উপস্থিতি ব্যতীত ডিআর কঙ্গোতে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি নাগরিকের বসবাস নেই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page