বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক অন্যায় ও অমানবিকভাবে ২৬৬৮ জন কর্মীকে চাকুরিচ্যুত করেছে— এমন দাবি করে অবিলম্বে তাদের পুনর্বহাল ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ব্যাংটির চাকরিচ্যুত কর্মীরা।
রোববার ৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় মতিঝিলের শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন তারা।
মানববন্ধনে চাকরিচ্যুত কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সতর্কবার্তা বা নোটিশ না দিয়েই তাদের হঠাৎ চাকরিচ্যুত করে। এর ফলে তারা কঠিন মানসিক চাপের মধ্যে পড়েছেন এবং একাধিক সহকর্মী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এছাড়া, কর্মীদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে ২০২৪ সালের ১২ আগস্ট চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিচ্যুত কর্মীরা। তারা বলেন, ‘আমরা সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে চরম সংকটে পড়েছি এবং এখন একমাত্র পথ হিসেবে আত্মহত্যার চিন্তা আমাদের মাথায় ঘুরছে।
মানববন্ধনে চাকরিচ্যুতদের দাবি-
চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল করা এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি রোধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া চালু করা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page