“আজ আমাদেরকে দেখতে হবে— ‘সংস্কার, সংস্কার করে’ এটি কি কোন ষড়যন্ত্র কিনা। যদি সংস্কারের বিষয়টিকে দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে।
আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বেকার সমস্যা বাড়ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে — যদি এসব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে।
যত দ্রুত আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত দেশ সমৃদ্ধির পথে যাবে।
—
তারেক রহমান
ফেব্রুয়ারি ৬, ২০২৫, ফেনীতে বিএনপির আয়োজিত অনুষ্ঠানে। #BNP
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page