টিউলিপের লন্ডনের ফ্ল্যাটটি রূপপুর দুর্নীতির টাকায় কেনা!
ব্রিটিশ এমপি ও ফ্যাসিস্ট হাসিনার বোনের শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন ৭ লাখ পাউন্ডের লন্ডনের একটি ফ্ল্যাটের উৎস নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ থেকে পাচার করা টাকার একটি অংশ দিয়ে সেটি কেনা হয়েছে। কিন্তু দুর্নীতি ঢাকতে সেটি উপহার পাওয়ার নাটক সাজায় শেখ পরিবার। দ্য টেলিগ্রাফ জানায়, দেশের বৃহত্তম অবকাঠামো রূপপুর প্রকল্পের দুর্নীতির টাকা ব্যবহার করে টিউলিপ লন্ডনের সম্পত্তিটি কিনেছিলেন, সেই তথ্য সংগ্রহ করছে দুদক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page