স্টাফ রিপোর্টার:
ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৫: আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে র্যালি উদ্বোধন করেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এতে চিকিৎসক, গবেষক, ক্যান্সার সচেতনতা কর্মী, স্কাউট দলের সদস্যরা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। ব্যালিতে ক্যান্সার প্রতিরোধ, সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয় এবং ক্যান্সার রোধে করণীয় বিষয়াদি সম্পর্কিত লিফলেট পথচারীদের মাঝে বিতরণ করা হয়।
ক্যান্সার রোগ তত্ত্ববিদ ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার একটি মরণব্যাধি হলেও সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন আমাদের জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাস ও পরিবেশগত কারণ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তিনি উল্লেখ করেন ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, শারীরিক নিষ্ক্রিয়তা ও বায়ুদূষণ ক্যান্সারের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। তিনি সবাইকে ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ জীবনধারা এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন যেমন জ্যাংকফুড, তেলাক্ত-ভাজাপোড়া খাবার পরিহার করে প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে এবং তিনি ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে গুরত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, যদি আমরা সচেতন না হই তাহলে ২০৩০ সালের মধ্যে প্রতি পরিবারে একজন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও উল্লেখ করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সবাইকে নিরাপদ খাদ্য উৎপাদন ও তা গ্রহণে সবাইকে আগ্রহী করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
বিশেষজ্ঞ ডাক্তার কাজী আব্দুল্লাহ আরমান, অনকোলজি ডিপার্টমেন্ট, বারডেম হসপিটাল এবং সমাজকর্মী মতিউর রহমান, মেম্বার ন্যাশনাল কাউনসিল, বাংলাদেশ ডায়াবেটিকস সমিতি এবং ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ গবেষকরা বলেন পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই জরুরি, বিশেষত ৪০ বছরের পর নিয়মিত স্ক্রিনিং করানো উচিত মনে করেন। তারা আরো মনে করেন প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থা নিতে পারলে দ্রুত সুস্থ হয়ে যাবে। চিকিৎসকরা বলেন সঠিক সময় সঠিক চিকিৎসা ব্যবস্থা নিতে পারলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রমে এই সংগঠনটির ভূমিকা অনস্বীকার্য। তারা ঢাকাসহ সারা দেশব্যাপী ৭০ হাজার বৃক্ষরোপণ করেছেন, যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্যের উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করছে। সার কীটনাশক ব্যবহার না করে কীভাবে প্রাকৃতিক উপায়ে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় তা সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি। ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে এনে সুস্থ শরীরে কিভাবে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। এই লক্ষ উদ্দেশ্য সামনে রেখে সাধারণ মানুষের ভিতরে গণসচেতনতা করে যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page