আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া হয়নি টঙ্গীর তুরাগ মাঠে।
তবে মাইকে বাজানো মোনাজাতে অংশগ্রহণ করেছেন অনেকে।
রোববার ২ ফেব্রুয়ারি সরেজমিনে এমন চিত্র দেখা যায় উত্তরার জসীমউদ্দিন রোড এলাকায়।
গণপরিবহন সংকট বা কাজের ব্যস্ততায় তুরাগতীরের ইজতেমার ময়দানে গিয়ে আখেরি মোনাজাতে সরাসরি শামিল হতে পারেননি অনেকেই। ফলে মাইকে বাজানো মোনাজাতেই শামিল হয়েছেন তারা, চাইছেন আল্লাহর রহমত।
জসীমউদ্দিন রোডসহ আশেপাশের এলাকাতে সড়কের পাশেই এভাবে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে। এতে নারী-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুরাও অংশ নিয়েছে।
মোনাজাতে অংশগ্রহণকারী আবদুল গনি বলেন, সকালে কাজের ডিউটি থাকায় ইজতেমা ময়দানে যেতে পারিনি। এখানে মাইকে মোনাজাত বাজানো হচ্ছিলো, তাতেই অংশ নিয়েছি।
আরেক মুসল্লী আবদুল গাফফার বলেন, ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে সরাসরি শামিল হতে না পারলেও দূর থেকে অংশ নিয়েছি। আল্লাহ আমাদের এ মোনাজাত যেন কবুল করে নেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page