বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী নিয়মিত ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিএমএইচ থেকে পাঠানো তিনজন হলেন- মোহাম্মদ ইসরাফিল , রোমান আলী , তাহসিন হোসেন ।
রোমান ঢালি ও তাহসিন হোসেনের পিঠে গুলি লেগেছে। তাদের স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। রোবটিক ফিজিওথেরাপির জন্য তাদের পাঠানো হয়েছে।
অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজিবের মাথায় গুলি লেগেছে। অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়েছে।
মুখে গুলিবিদ্ধ হওয়ায় মিজানুর রহমানের মুখমণ্ডলের আকার পরিবর্তন হয়ে যায়। আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page