দেখা হলে
✍️ আল ফারুক ইসলাম (দুখু) মিয়া
দেখা হলে বিনয়ের সাথে
তুমি সালাম বিনিময় করো,
হয়তো পুনরায় দেখা করার
এই সুযোগ নাইবা পেতে পারো।
হাসি মুখে বলবে কথা
বিনয়ে সৃষ্টি করবে প্রীতি,
তোমারে অবর্তমানে মানুষের মনে
তাহা হবে মধুময় স্মৃতি ।
তোমার কথায় কারো মনে
যেন আঘাত না- হয় জমা,
কথা শেষে বিদায় বেলা
অনুনয়ে চাইবে তুমি ক্ষমা।
হটাৎ কত মৃত্যুর খবর কানে আসে
ধরণীতে কেউ চিরদিন বেঁচে রবে না,
অনেকের সাথে শেষ দেখা হয়েছে
হয়তো আর কখনোই দেখা হবে না।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page