রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে পথচারীসহ সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার ২৬ জানুয়ারি দিবাগত রাতে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র রিপন চৌধুরী, স্যার এফ রহমান হলের ইরফান, পথচারী উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশরাফ, মেহেদি, ফয়সাল আহমেদ ও সাদ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পথচারীসহ ৭ জন জরুরি বিভাগে এসেছেন। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ও একজন পথচারী রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহত পথচারী উজ্জ্বলকে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে গেলে পরে অবস্থার অবনতি হলে তাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়েছে।
প্রায় ১ ঘণ্টা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পরে ১টার দিকে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
একপর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা একযোগে ধাওয়া করেন ৭ কলেজের শিক্ষার্থীদের। পরে ৭ কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ করলে এগুতে পারেননি ঢাবি শিক্ষার্থীরা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page