খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা হয়েছে : এম এ মালেক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক অভিযোগ করে বলেছেন, ‘খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি সুস্থ অবস্থাতেই জেল গিয়েছিলেন। তিনি চাইলেই লন্ডনে থাকতে পারতেন।
রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমএ মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপর তিনি জেলে যাওয়ার তিন দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার।
তিনি আরও বলেন, লন্ডনেও শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন ‘উনি আর কতো বাঁচবেন’। আমরা মনে করি শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও খালেদা জিয়াসহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে।
তিনি আরও বলেন, এখনো ভারতের এজেন্টরা ষড়যন্ত্র করছে। ১/১১ তেও ষড়যন্ত্র করেছে। আর কতো? বর্ডারে প্রতিদিন গুলি করে মানুষ মারছে। বর্ডারে হত্যা বন্ধ করেন। যতো তাড়াতাড়ি সম্ভব দেশে নির্বাচন দিন।
তিনি আরও বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিকভাবে দেউলিয়া। বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা দেশের বাইরে চুরি করে নিয়ে গেছে। এই টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। তাই এই বছরেই অতিদ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
এমএ মালেক বলেন, জুলাই আন্দোলনে ৩ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে। এখন ছাত্ররাই যদি দেশ চালায় তাহলে শিক্ষকরা কী করবে? দেশে শিক্ষকদের কী ভূমিকা থাকবে?
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফুর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফির আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page