চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে এক শিশুকে জবাই করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা নির্মাণ শ্রমিকদের মারধর করে।
ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌবাহিনীর গাড়ি থেকে সদস্যরা নেমে কারখানার শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু কারখানা শ্রমিকরা নৌবাহিনীর সদস্যদের ওপরও চড়াও হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মো. সুলাইমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page