মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ ইউনিয়নের বনগাওঁ গ্রামে এক অটোরিকশাচালাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করে।
মৃত ইমরান হাসান গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পচার বাজার গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি টঙ্গিবাড়ী উপজেলার বনগাঁও গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতো।
জানা গছে, গত ৬ মাস আগে সাদিয়া আক্তার নামের মেয়েকে বিয়ে করে ইমরান। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে মা-বাবার সঙ্গে বসবাস করছিল সে। গত চার মাস আগে বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে বনগাঁও গ্রামে থাকতে শুরু করেন।
বুধবার ১৫ জানুয়ারি তার অটোরিকশার ব্যাটারি নষ্ট হয়ে যায়। অটোরিকশার ব্যাটারি কিনতে তিনি তার বাবা ও শ্বশুরের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়। পরে বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে স্ত্রী সঙ্গে ঘুমিয়ে পড়ে। এরপর মধ্যরাতে ইমরান হাসান রুমের আড়ার সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকাল ৬টার দিকে তার স্ত্রী সাদিয়া নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ইমরানকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লোকজন পুলিশের জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন দিলে টঙ্গিবাড়ী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই তরুণ আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page