তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এতে করে দৈনিক এক কোটি ১৪ লাখ ৪০ হাজার ৮৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যার মূল্য প্রায় ৫২.৩৫ লাখ টাকা।
সোমবার ১৩ জানুয়ারি এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৭ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৮ হাজার ১২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪২ হাজার ৮৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page