আবু নাছের অর্পণ, ঢাকা
সম্প্রতি দেশের বিভিন্ন মাহফিলে জামায়াতের নেতা ও মওদূদী বাদী মাওলানা মিজান আযহারী প্রাণপ্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাউবয়, রাখাল, টেলেন্ট হান্টার সহ নানারকম মানহানিকর ও অবমাননাকর কথা বার্তা বলে। এতে সারাদেশের সুন্নী জনতা তার প্রতিবাদ জানায়।
মিজান আযহারী প্রাণপ্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারে শানের বিরুদ্ধে অতীতেও বহুবার অবমাননাকর বক্তব্য প্রদান করে সমালোচিত হয়েছেন। উল্লেখ থাকে যে আযহারী নবীজী সিক্স-প্যাক ছিলেন বলে মন্তব্য করেছিলো এবং উম্মুল মুমিনীন খাদীজাতুল কুবরা আলাইহিস সালাম উনার শানেও কটুক্তি করেছিলো যার সমালোচনা সুন্নী মুসলমান করেছিলেন।
সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা সংগঠনের বক্তারা মিজান আযহারী, মুফতে আমীর হামজার শরঈ শাস্তি মৃত্যুদন্ড দাবী করেন। বক্তারা আর বলেন " এই কুক্ষাত মিজান আযহারী বহুবার সারা বিশ্বের সুন্নী মুসলমানের আক্বিদার বিরুদ্ধে নবীজীর শানের খেলাফ বক্তব্য দিয়েছে কিন্তু তার বিচার কেউ করেনি আমরা এই সরাকারের কাছে তার এই মানহানীকর আপত্তিকর বক্তব্যের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দাবী করি।"
উপস্থিত বক্তারা আরো বলেন, মিজান আযহারী ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যাবসা করছে এবং তাফসীর মাহফিলের নামে প্রত্যেক টা মাহফিলকে জামাতের সমাবেশে রুপ দিচ্ছেন আর নানা রকমের রাজনৈতিক বক্তব্য প্রদান করছে। আমরা মাহফিলের নামে জামাতের রাজনীতির সমাবেশে নবীজীর শানের খেলাফ বক্তব্যের প্রতিবাদ জানাই এবং তার শাস্তিসহ মাহফিল বন্ধের দাবী জানাই।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page