হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে সন্ধান মিলেছে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমের। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৮ জানয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার অবস্থান শনাক্ত করে র্যাব।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর জেনেভা ক্যাম্পে শীর্ষ দুই মাদক কারবারি চুয়া সেলিম ও ভূঁইয়া সোহেল। কিছুদিন আগে সিলেটে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে ভূঁইয়া সোহেল।
তিনি বলেন, ভূঁইয়া সোহেল গ্রেপ্তার হলেও কোনোভাবে এই চুয়া সেলিমের অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। গতরাতে খবর আসে চুয়া সেলিম ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি, ওই খবরে হাসপাতালে গিয়ে তার অবস্থান শনাক্ত করা হয়। তাকে আটক দেখানোর পর ধানমন্ডি থানা পুলিশ ডেকে সোপর্দ করা হয়েছে। সুস্থ হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এখানে উল্লেখ্য যে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম হত্যা, অস্ত্র লুট, মাদকসহ অন্তত এক ডজন মামলার আসামি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page