বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সেবা পাওয়া যাবে সরকারি ছুটির দিন শনিবারও। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বিআরটিএ।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page