যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ।
দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আজ রোববার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি। এর আগে গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন তিনি।
গতকাল রোববার ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি।
পারভেজ মল্লিককে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। এসময় বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে তারা স্লোগান দেন।
তবে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষের পরামর্শে শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি নেতা।
পারভেজ মল্লিককে স্বাগত জানাতে আসা তার অনুসারী নেতা কর্মীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান লিংকন, তানজিন হাসান, আবু সাঈদ প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন পারভেজ মল্লিক। ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন— পট পরিবর্তনের পর ২০১০ সালের ২৩ জুন তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিলেন।
প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে তার বাবা-মা সহ অনেক আত্মীয়স্বজনের মৃত্যু হলেও রাজনৈতিক কারণে তিনি দেশে আসতে পারেননি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর দুই মেয়াদে ছাত্রদলের সভাপতি ছিলেন পারভেজ মল্লিক। পরে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page