চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা সি. বি. জামান। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান।
গত ১৩ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বাথরুমে পড়ে যান সি বি জামান। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি রোগে ভুগছিলেন।
সি বি জামান ছিলেন ১৯৭০-৯০ এর দশকের অন্যতম প্রভাবশালী পরিচালক। তার কালজয়ী চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘উজান ভাটি ’, ‘পুরস্কার’, ‘শুভরাত্রি’, ‘লাল গোলাপ’ ইত্যাদি। ‘পুরস্কার’ সিনেমাটি ১৯৮৬ সালে ছয়টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও প্রদর্শিত হয়।
সি. বি. জামান আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইমাদুর রহমান চৌধুরী ও মায়ের নাম শরীফা খাতুন। তিনি মুরারিচাঁদ কলেজে পড়াশোনা করেছেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সি বি জামানের দাফন হবে সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page