পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউটের পর মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরে বসেন হাইনরিক ক্লাসেন। এই কাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। কেপ টাউনে প্রতিপক্ষের ৩২৯ রান তাড়ায় সতীর্থদের ব্যর্থতায় প্রোটিয়াদের একটাই টানেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি ৪৪তম ওভারের প্রথম বলে। ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।
নাসিম শাহর শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে পুল করতে গেলে সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা ইরফান খানকে ক্যাচ দেন তিনি। এতে ৭৪ বলে ৯৭ রানে থামে তার দুর্দান্ত ইনিংস। শেষ ব্যাটার হিসেবে ক্লাসেন আউট হলে ৩৩০ রান তাড়ায় সাউথ আফ্রিকা অল আউট হয়েছে ২৪৮ রানে।
দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ৮১ রানের জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় সফরকারী পাকিস্তান। নাসিমের বলে পুল করে আউট হওয়ায় রাগে, ক্ষোভে স্ট্যাম্পে লাথি মারেন ক্লাসেন। এমন কাণ্ডের জন্য সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটারকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আচরণবিধির লেভেলে-১ এর ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লাসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ডিমেরিট পাওয়ার ঘটনা না থাকায় নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়তে হচ্ছে না তাকে।
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের বিপক্ষে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, লুবাবালো কুমা, টিভি আম্পায়ার নীতিন মেনন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লাসেনকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ক্লাসেন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সাইম ও সালমান আলী আঘার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৩২৯ রানের পুঁজি এনে দিয়েছেন বাবর আজম, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। বল হাতে পাকিস্তানের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদি, নাসিম ও আবরার আহমেদ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page