সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর ধানমণ্ডির সেইফ হোমে আনা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে প্রিজন ভ্যানে করে পলককে কাশিমপুর কারাগার থেকে ধানমণ্ডিতে আনা হয়।এখন পর্যন্ত তাকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধসহ গণহত্যা সংঘটনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গত ১২ ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এখন পর্যন্ত তাকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধসহ গণহত্যা সংঘটনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page