যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি প্রাইভেট স্কুলে গুলি চালিয়েছেন একজন শিক্ষার্থী। এতে এক শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন।
ম্যাডিসনের পুলিশ চিফ শন বার্নস গত সোমবার রাতে হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছেন। গুলি বর্ষণকারী ওই স্কুলের ১৫ বছর বয়সী এক নারী শিক্ষার্থী।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ওই অ্যাবানডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলের ছাত্রী ছিলেন এবং গুলিবর্ষণের পর তাকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিকে, আহত শিক্ষার্থীদের মাঝে দু’জনের অবস্থা গুরুতর।
ম্যাডিসন পুলিশ চিফ মি. বার্নস জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থী জরুরী সেবায় কল করে স্কুলে বন্দুক হামলা হওয়ার ঘটনাটি সর্বপ্রথম জানায়।
তিনি আরও জানান যে ওই শিক্ষার্থী কেন গুলি চালিয়েছেন, সে বিষয়ে পুলিশ এখনও কোনও তথ্য পায়নি। তবে সন্দেহভাজন ব্যক্তির পরিবার পুলিশকে তদন্তে সহযোগিতা করছে।
মি. বার্নস বলেন, “হামলাকারী কীভাবে আগ্নেয়াস্ত্র পেয়েছিলো, তা এখনও পরিষ্কার নয়।”
তিনি জানিয়েছেন যে হামলাকারীর নাম নাতালিয়ে রূপনৌ। তবে তিনি সামান্থা নামেও পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মঘাতী গুলিতে মারা গেছে।
বিবিসি
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page