গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতি এবং এতে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণের নিশ্চয়তা দাবিতে অবস্থান ধর্মঘট চলছে। রোববার ১৫ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে ‘সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে এই অবস্থান ধর্মঘট চলছে।
অবস্থান কর্মসূচিতে মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা গেছে। তারা বলছেন, ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় পালনের নিশ্চয়তা দিতে হবে। সেই সঙ্গে মাওলানা সাদ কান্ধলভী যেন এতে নিরাপদে যোগ দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
এর আগে, ইজতেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা ঠেকাতে গত বৃহস্পতিবার বেলা একটার দিকে স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। এ সময় মাওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। এতে আহত হন সাদ অনুসারীদের দুই মুসল্লি।
পুলিশ ও তাবলীগ জামাত সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইজতেমা মাঠে ৫ দিনের জোড় ইজতেমা পালন করেন বাংলাদেশি মাওলানা জুবায়েরের অনুসারীরা। তাঁদের দেখাদেখি ইজতেমা মাঠে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোড় পালনের ঘোষণা দেন মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা মাঠে জোড় পালন করতে দেবেন না। পাশাপাশি সরকার থেকেও অনুমতি নেই। এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page